Monday, 24 May 2021

রাজশাহী বিভাগে মে মাসের সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে মৃত্যুহীন একটি দিন কাটানোর পর গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ ছাড়া বিভাগে এ সময়ে ১৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা মে মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ। আজ সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজশাহী বিভাগে করোনায় মারা গেছেন তিনজন। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুজন আর নাটোরের একজন রয়েছেন। এর আগে গতকালের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সংক্রমিত কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মৃত মোট মানুষের সংখ্যা ৫৩০। সর্বোচ্চ ৩০৯ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া নওগাঁয় ৩৭, চাঁপাইনবাবগঞ্জে ২৭ জন, নাটোরে ২১, জয়পুরহাটে ১১, সিরাজগঞ্জে ২৩ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রাজশাহী বিভাগে ১৭৭ জন করোনা ‘পজিটিভ’ হয়েছেন। মে মাসের মধ্যে এক দিনে শনাক্তের সংখ্যা বিবেচনায় এটাই সর্বোচ্চ। এর আগে ২১ মে সর্বোচ্চ ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। নতুন ১৭৭ জন নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার ৮৭১। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৬৫ জন রাজশাহী ও ৫৯ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার। এর বাইরে বগুড়ায় ১৭, নাটোরে ১৬, জয়পুরহাটে ৮, সিরাজগঞ্জে ৮, পাবনায় ৩ জন ও নওগাঁয় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে করোনামুক্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৩০ হাজার ৮৩৪।


 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: