Sunday, 13 June 2021

আজ ১৪ জুন জানেন আজ কী দিসব?

 

বিশ্ব রক্তদাতা দিবস আজ, জেনে নিন দিনটির ইতিহাস ও গুরুত্ব


রক্তদান বাঁচাতে পারে জীবন, ফোটাতে পারে অনেক আর্তের মুখে হাসি। আজকের দিনটি তাদের উৎসর্গীকৃত। রক্তদাতাদের জন্য।

 
নিঃশর্তে ও অর্থ না নিয়ে অনেকেই মানবিকতার খাতিরে এগিয়ে আসেন রক্তদানে। তাদের সম্মান জানাতেই বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়।

বিশ্বব্যাপী রক্তদাতাদের কুর্নিশ জানাতে ২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ১৪ জুনকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা শুরু করে।
পরের বছর হু-এর ৫৮তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত নেওয়া হয় রক্তদানের সচেতনতা বাড়াতে গোটা বিশ্বজুড়েই দিনটি পালন করা হবে।

অস্ট্রিয়ান বায়োলজিস্ট ও ফিজিশিয়ান কার্ল ল্যান্ডস্টেইনারের আজ জন্মদিন। যিনি ব্লাড ট্রান্সফিউশিন পন্থার জনক। তাঁর জন্মদিনকে সম্মান জানাতেই আজকের দিনটিকে বেছে নেওয়া।

রক্তদানের মাধ্যমে বাঁচানো যেতে পারে প্রাণ, গড়ে তোলা সম্ভব ভালোবাসার বন্ধন। সেই বার্তা মনে করাতেই প্রতি বছর রক্তদাতা দিবস পালন।


দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনেক সংস্থা, স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসেন রক্তদানের মহৎ ব্রত নিয়ে, তাদেরকে একত্রে কাজ করার বার্তাও দেওয়া হয় এই বিশেষ দিনটির মাধ্যমে।

 

পাশাপাশি গোটা বিশ্বের রক্তদাতাদের এই বিশেষ দিনে কৃতজ্ঞতা জানাতেই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়।

চলতি বছরের বিশ্ব রক্তদাতা দিবসের বিশ্বব্যাপী অনুষ্ঠানের আয়োজক ইতালি। রাজধানী রোমে হচ্ছে যে অনুষ্ঠান।

গোটা বিশ্বে যেভাবে করোনার ধাক্কা ফেলেছে, তাঁর মাঝে রক্তদাতাদের অবদান জীবন রক্ষার্থে কতটা গুরুত্বপূর্ণ, সেটা ফের একবার উপলব্ধি করেছেন সবাই।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment: