রক্তদানের পর হাতে কালচে দাগ?
রক্তদানের পর কারো কারো হাতে কালচে দাগ হয়। এতে ভয় পাবার কিছু নেই। সাধারণত সপ্তাহ খানিকের মধ্যেই দাগ আপনা-আপনি চলে যায়।
এমন কালচে দাগ হবার কারণ কী?
১) সূচ ফোটানোর সময় বা সূচ বের করার সময় রগ বা ভেইনের আশেপাশের ত্বকের টিস্যুতে যদি স্বল্প রক্ত ছড়িয়ে যায় বা আশেপাশের ভেইন বা রগ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে এমন কালচে দাগ হয়ে থাকে।
২) রক্তদানের পর সূচ ফোটানোর স্থানে মালিশ করলে বা বেশি চাপ প্রয়োগ করলে এমন কালচে দাগ হতে পারে।
এমন কালচে দাগ হলে কি করা উচিত?
১) সাধারণত ভয়ের কিছু নেই। কালচে জায়গায় মালিশ করবেন না, চুলকাবেন না, চাপ প্রয়োগ করবেন না, হাত নাড়াবেন না।
২) ব্যাথা থাকলে, পাতলা কাপড় দিয়ে বরফ মুড়িয়ে ব্যবহার করতে পারেন।
৩) ব্যাথা বাড়তে থাকলে, কালচে দাগের জায়গা ফুলতে থাকলে, অবশ অনুভুতি হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন।
৪) জ্বর এলে সময় নষ্ট না করে সরাসরি ডাক্তারের পরামর্শ নিন।
রক্তদানের পর হাতে কালচে দাগ হলে আতঙ্কিত হবার কিছু নেই। প্রায় সবক্ষেত্রেই কিছুদিনের মধ্যে হাত স্বাভাবিক হয়ে যায়। উপরে আলোচিত বিষয়গুলো খেয়াল রাখুন, এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
রক্তদানের পর হাতে কালচে দাগ?
রক্তদানের পর কারো কারো হাতে কালচে দাগ হয়। এতে ভয় পাবার কিছু নেই। সাধারণত সপ্তাহ খানিকের মধ্যেই দাগ আপনা-আপনি চলে যায়।
0 coment rios: