চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০৭ জন। চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ৫৯৩ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১১৬ জনের করোনা পজিটিভ আসে।
গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে নগরের ৮৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৩ জন।
আর গত ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন তাঁরা সবাই নগরের বাইরে বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩২ জন। বিভিন্ন উপজেলার ১৬১ জন।
বুধবার চট্টগ্রামে করোনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। এদিন ১৬৮ জনের করোনা শনাক্ত হয়। বুধবার ১ হাজার ১৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
0 coment rios: