চুয়াডাঙ্গায় ভারতফেরত এক কিশোর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে। ভারতফেরত ব্যক্তিদের মধ্যে করোনায় মৃত্যুর ঘটনা এটাই জেলায় প্রথম। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই কিশোরের মৃত্যু হয়।
মারা যাওয়া কিশোরের নাম সাকিব উদ্দিন (১৭)। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে। একই রাতে করোনায় সংক্রমিত এক বৃদ্ধ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন। আবুল হোসেন (৭৫) নামের ওই ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা গ্রামে। দুজনের লাশ করোনা প্রটোকল মেনে দাফনের জন্য আজ শুক্রবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে দর্শনা বন্দর হয়ে ১৭ মে থেকে আজ দুপুর পর্যন্ত ভারত থেকে মোট ৪০০ জন বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে ৬৬ জন এসেছেন আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত। এর আগে আসা ব্যক্তিদের মধ্যে ১৮, ১৯ ও ২০ মে মোট সাতজন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। তারপর আজ দুপুর পর্যন্ত আর কোনো রোগী আসার তথ্য মেলেনি।
0 coment rios: